
মা গিয়েছিলেন বাড়ির অদূরে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বড় ছেলেকে আনতে। বাবা গিয়েছিলেন মাঠে কৃষিকাজ করতে। ২ বছর বয়সী ছোট ছেলে ম্যাক্সওয়েল মার্ডি বাড়ির উঠানে একা খেলছিল। কিছুক্ষণ পর মা বড় ছেলেকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে দেখেন, ছোট ছেলে উঠানে নেই। ঘরে-বাইরে ছেলেকে হন্য হয়ে খোঁজেন। কোথাও না পেয়ে বাড়িসংলগ্ন পুকুরপাড়ে গিয়ে দেখেন, পানিতে ভাসছে ছোট ছেলে। চিৎকারে ছুটে আসেন প্রতিবেশী। পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় শিশু ম্যাক্সওয়েল মার্ডির লাশ।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালপুর নামের একটি সাঁওতালি গ্রামে এ ঘটনা ঘটে। ম্যাক্সওয়েল মার্ডি ওই গ্রামের ঝাড়াপাড়ার মাইকেল মার্ডি ও বীথিকা সরেন দম্পতির ছেলে।
নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ নূরে আলম বলেন, আজ দুপুরে বড় ছেলের স্কুল ছুটি হলে বীথিকা সরেন ছোট ছেলে ম্যাক্সওয়েল মার্ডিকে বাড়িতে খেলতে দিয়ে বড় ছেলেকে আনতে স্কুলে যান। পরে বাড়িতে ফিরে উঠানে ছোট ছেলেকে দেখতে না তিনি খোঁজাখুঁজি করেন। পরে বাড়িসংলগ্ন পশ্চিমে স্থানীয় মোখলেছুর রহমানের পুকুরপাড়ে গিয়ে দেখেন, ম্যাক্সওয়েল পানিতে ভাসছে। তখন তাঁর চিৎকারে প্রতিবেশী প্রাতরাশ মুরমু ও সুজন সরেন পুকুরে নেমে ম্যাক্সওয়েলকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, দুপুরে গোপালপুর গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।