
দিনাজপুরে অসহায়ভাবে বসবাস করছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ
দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর বাজারে ১ মাস ধরে একটি খোলা দোকানে অসহায়ভাবে বসবাস করছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ আবদুল ওয়াহেদ । তিনি প্যারালাইসড এবং অসুস্থ, এবং তাঁর পরিবারের কেউ নেই। স্থানীয় যুবকরা তাঁকে খাবার এবং আশ্রয় দিয়েছেন, কিন্তু তাঁর এখন একটি নিরাপদ থাকার ব্যবস্থা এবং শারীরিক যত্নের প্রয়োজন।
ওয়াহেদের স্ত্রী মারা গেছেন এবং তাঁর একমাত্র ছোট ভাই দুই যুগ আগে চলে গেছেন। তিনি এখন একা এবং অসহায়। তিনি একটি পুরানো নড়বড়ে কাঠের চৌকিতে শুয়ে আছেন, একটি পলিথিনের বস্তার তৈরি পাতলা বিছানায়। তাঁর মাথার নিচে একটি নোংরা বালিশ এবং তাঁর পাশে পানির একটি পুরানো বোতল, দুটি প্লাস্টিকের মগ, খাবারের একটি শূন্য প্লেট এবং একটি লাঠি রয়েছে।
হাবিবপুর গ্রামের বাসিন্দা বেলাল হোসেন বলেন, তিনি মাসখানেক আগে ওয়াহেদকে বাজারের বিভিন্ন দোকানের বারান্দায় অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখেছিলেন। তিনি স্থানীয় যুবকদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তারা ওয়াহেদকে এই খোলা দোকানে থাকার ব্যবস্থা করে দিয়েছে।
১ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হালিম বলেন, তিনি ওয়াহেদের জন্য উপজেলা সমাজসেবা দপ্তরে যোগাযোগ করেছেন। তাঁর নামে বয়স্ক ভাতার কার্ড আছে, কিন্তু তাঁর এ ভাতার টাকা কার মুঠোফোন নম্বরে যায়, তিনি তা জানেন না। সমাজসেবা দপ্তরে কথা বলে মুঠোফোন নম্বরটি সংগ্রহ করে তা জানার চেষ্টা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। বৃদ্ধ আবদুল ওয়াহেদের জন্য এখন নিরাপদ থাকার ব্যবস্থা ও শারীরিক যত্ন দরকার। তাঁকে কোনো ভালোমানের বৃদ্ধাশ্রমে রাখা যায় কি না, সে ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর তাঁর নামে থাকা বয়স্ক ভাতার কার্ডের টাকার বিষয়ে খোঁজখবর নিয়ে তাঁকে সেই টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে।’
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪