
পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করলো স্বামী
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া সন্দেহে নাজমা আক্তার (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী কাউছার আলম তুহিনের ।
বুধবার ভোরে ফতুল্লার ফাজিলপুর এলাকায় রকির ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে নাজমুল জানান, পারিবারিক কলহের জের ধরে তার মায়ের বুকের নিচে বাবা ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। তাৎক্ষণিক ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতু্ল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, কাউছার আলম তার স্ত্রী নাজমা আক্তারকে পরকীয়া সন্দেহ করতেন। স্বামীর ধারনা ধারণা, নাজমা আক্তার অন্য কোনো লোকের সঙ্গে পরকীয়ায় জড়িত। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪