দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে আবুল কালাম (৪২) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। কালাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার নটকুমারী গ্রামের রমজান আলীর ছেলে।
রজনীগন্ধা মোড়ের রাস্তা দিয়ে রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস টেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আঃ সাত্তার জানান, আবুল কালাম রবিবার দুপুর ১২টার দিকে পার্বতীপুর থেকে বিরামপুর যাচ্ছিলেন। পাবতীপুর-ফুলবাড়ী সড়কে রজনীগন্ধা মোড়ের রাস্তা দিয়ে রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪