গেল বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর ধীরে ধীরে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এই ভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আর এমন পরিস্থিতিতে করোনার উৎস সম্পর্কে গবেষণা করতে যত তাড়াতাড়ি সম্ভব চীন সফর করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ কথা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তেদরোস বলেছেন, ‘আমরা পরিকল্পনা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজের নামার আশা করছি।’ এর আগে ডিসেম্বরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী করোনাভাইরাসের সম্ভাব্য উৎস বের করার সব চেষ্টা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’ ভবিষ্যতে করোনার বিস্তার ঠেকাতে এর উৎস জানা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪