
মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইরতিজা হাসান।
স্টেশন অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফ সিদ্দীকি, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, বরেন্দ্র বহুমূখী প্রকল্পের সহকারি প্রকৌশলী রঞ্জন কুমার রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ঈসমাইল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাব স্টেশন অফিসার বাবু নির্মল কুমার রায় ও লিডার আবু সায়েদ প্রমূখ বক্তব্য রাখেন।