দিনাজপুর পৌরসভার মেয়র ও দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, মেধা বিকাশের মাধ্যমে তোমাদের অনেকদুর এগুতে হবে। শিক্ষার বিকল্প শিক্ষাই। পড়াশোনোর পাশাপাশি তোমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর তাদের পরিশ্রমের মূল্যায়ন করতে হলে তোমাদের পরীক্ষার ফল ভালো করতে হবে। এতে যেমন স্কুলের মান-সম্মান বৃদ্ধি পাবে ঠিক তেমনি তোমাদের পিতা-মাতা এবং দেশের সুনাম তোমরাই বয়ে আনবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই একদিন রাষ্ট্রের কর্ণধার হবে।
৬ নভেম্বর শনিবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর আয়োজনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহেদুর রহমান ওহেদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, আক্তারুল ইসলাম রাঙ্গা, মোঃ ওবায়দুল্লাহ, ভারপ্রাপ্ত শিক্ষক খায়রুল আলম, শাহাদাৎ ইসলাম, আরজিনা, সুবর্ণা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক (ইংরেজি) মোঃ শাহ্ আলম। স্কুলের পক্ষে বক্তব্য রাখেন নবম শ্রেণির ছাত্রি নাবিলা আসিমা রিমি ও সুমন ইসলাম। মানবপত্র পাঠ করেন ওহিদা আক্তার মিলি।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ রেজামুল ইসলাম বলেন, শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যসহ সকলে স্কুলটিকে দিনাজপুর জেলায় একটি শ্রেষ্ঠ ও আদর্শ বিদ্যাপিঠ হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয় না হলে শিক্ষার মান কখনো বৃদ্ধি পাবে না। তিনি দিনাজপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। সবার শেষে শিক্ষার্থীদের আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলের আশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।