অগ্রণী ব্যাংক দিনাজপুর অঞ্চলের মিট দ্য বরোয়ার ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অগ্রণী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের আয়োজনে শনিবার ১৩ নভেম্বর উপশহরস্থ প্যারাডাইস কমিউনিটি ও কনভেনশেন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল-ইসলাম।বিশেষ অতিথি ছিলেন রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক বাহারে আলম ও রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধানগণ। অনুষ্ঠানে দিনাজপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ ও সম্মানিত গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর অঞ্চলের অঞ্চল প্রধান শাহনাজ চৌধুরী। মতবিনিময় শেষে শাখা ব্যবস্থাপকদের নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্রেণীর ঋণ প্রদান ও উত্তোলন নিয়ে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ পরার্মশ ও দিক নির্দেশনা প্রদান করেন।