
মোঃ নুর ইসলাম,দিনাজপুর \ ১৪ আগস্ট শনিবার লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর উদ্যোগে দিনাজপুর শহরের স্টেশন রোড জামে মসজিদ গেটে জোহর নামাজের পর পথচারী এবং মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত মুসল্লিদের মাঝে মাক্স বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত মাক্স বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না, আইপিপি লায়ন মোকারম হোসেন খান, ট্রেজারার লায়ন মিজানুর রহমান পাটোয়ারী, লায়ন মোঃ শাহ আলম, এ.ও সবুর প্রমূখ।
লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মুন্না মাক্স বিতরণ কার্যক্রম চলাকালীন সময়ে বলেন, শুধু সংগঠন প্রতিষ্ঠান ও এনজিও নয় সর্বস্তরের সকল বিত্তবান ব্যক্তিদের এ সকল কার্যক্রমে এগিয়ে আসতে হবে। সরকারের পক্ষে একক এই কার্যক্রম পরিচালনা করে এই করোনা মহামারী প্রতিকার করা সম্ভব নয়, এজন্য আমাদের যে যার স্থান থেকে সমার্থ অনুযায়ী সহযোগিতা করতে হবে। তবেই এই ধরনের মহামরির বিরুদ্ধে প্রতিকার করা সম্ভব হবে।