মো: মফিজুল ইসলাম ,হিলি প্রতিনিধি: ৩শ এতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করলেন হিলি পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পৌর কার্যালয়,পানামা হিলি পোর্ট এ কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিটের নীরবতা পালন শেষে স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলা পরিষদ ও পৌর সভায় গাছের চারা বিতরন করা হয়। পানামা পোর্ট এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিল শেষে পানামা পোর্ট কর্তৃপক্ষ এতিমদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করেন।
এছাড়া দুপুরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদ-মন্দির-গির্জায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
পৃথক পৃথক অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিনস,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব,থানার ওসি ফেরদৌস ওয়াহিদ,পানামা পোর্টের সহকারী ব্যবস্থাপক অশিত স্যানাল, পানামা পোর্টের গণ সংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন মল্লিক প্রতাব,প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বুলু,যুবলীগের সভাপতি আমিরুল ইসলামম লিটন,সেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী, সাধারন সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।