
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১৫ই আগষ্ট’২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন এর সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিগুলোর মধ্যে সকাল ৯ টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়, সকাল সাড়ে ৯টায় শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং সকাল ১০টায় শিক্ষাবোর্ড কার্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চলতি দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ ফারাজ উদ্দিন তালুকদার, উপ-বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আলতাফ হোসেন, উপ-সচিব ড. মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, অন্যান্য সদস্যদের মধ্যে মোঃ শহিদুল ইসলাম খান মন্টু কুমার তাঞ্জিমুল ইসলাম প্রমুখ।