
মোঃ নুর ইসলাম, দিনাজপুর \ ১৯ জুলাই সোমবার আফটার লাইফ ফাউন্ডেশন দিনাজপুর এর উদ্যোগে দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গণে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক নিজামুল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আফটার লাইফ ফাউন্ডেশন দিনাজপুর এর সভাপতি তাজুল ইসলাম তাজুল, সহ-সভাপতি সাব্বির মনোয়ার ও সাধারণ সম্পাদক পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাহাতুল ইসলাম খোকা ।
এছাড়াাও উক্ত ঈদ উপহার বিতরণ কার্যক্রম সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মুকুল, রেজা, মনির, মিলন, রায়হান, সাইদুর প্রমূখ। সংগঠনের উদ্যোগে প্রায় ৩ শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে আয়োজকবৃন্দ তাদের বক্তব্যে বলেন আমাদের এই সংগঠন প্রতিটি উৎসব এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সহায্য সহ মানবেতার সেবায় কার্যক্রম পরিচালনা করে আসছে।
আমাদের সংগঠনের সদস্য এবং সহযোগী সদস্য দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন এছাড়াও কিছু সদস্য রয়েছেন তারা নাম প্রকাশ না করে বিভিন্ন ভাবে আমাদের সংগঠনের মাধ্যমে অসহায় পরিবারের মাঝে সাহায্য প্রদান করে আসছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি শুক্রবার রাতে দিনাজপুর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে প্রায় ২৫০ জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এই কার্যক্রম আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হবার পর থেকে অদ্যবধি পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা আশাবাদী আমাদের এই ক্ষুদ্র কার্যক্রম দেখে সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তিরা সাহায্যের জন্য অসহায় পরিবারের পাশে দাঁড়াবে।