
মহামারির এই করোনা পরিস্থিতিতে দিনাজপুর জেলা যুবলীগ বিনামুল্যে জরুরী ঔষধ বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে। দিনাজপুর সদর হাসপাতাল চত্বরে রোববার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নির্দেশনা ও সহযোগিতায় প্রতিদিনের মত জেলা যুবলীগের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সহ বিভিন্ন রোগীদের জন্য বিনামুল্যে জরুরী ঔষধ ও সুরক্ষাসামগ্রী তুলে দেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। এ ছাড়া করোনা জরুরী রোগীর জন্য অক্সিজেন তাদের স্বজনদের মাধ্যমে দেয়া হয়।
এ সময় আনোয়ার হোসেন বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নির্দেশনা ও সহযোগিতায় জেলা যুবলীগ বিনামুল্যে ঔষধ সরবরাহ করছে। যাতে কোন রোগী কষ্ট না পায়। করোনা রোগীদেরও জন্য অক্সিজেন দেয়া হচ্ছে তাদের স্বজনদের মাধ্যমে। যে কোন দুর্যোগে হুইপ ইকবালুর রহিমের নেতৃত্বে মানুষের পাশে থাকতে যুবলীগ প্রস্তুত রয়েছে।