চিরিরবন্দর উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সার্বিক সহযোগিতায় এলাকার ভুমিহীন মানুষ সরকার কর্তৃক প্রাপ্ত ৪.৯৩ একর খাস জমি দখল পেলেও প্রভাবশালীদের হুমকি-ধামকি প্রদান করায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
২৯ নভেম্বর সোমবার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, চিরিরবন্দর উপজেলার ১নং পুনট্টি ইউনিয়নে এলাকার ভুমিহীন মানুষ সরকারিভাবে প্রাপ্ত পুনট্টি মৌজার জে.এল. নং-১১৭, ১নং খাস খতিয়ান জমির ৫১৪৩ দাগের বালুচর (গোচরন ভুমি) ৪.৯৩ একর জমিতে বসতবাড়ি ও বৃক্ষরোপন করলে এলাকার প্রভাবশালী অবৈধ দখলদার আলিম উদ্দিন ও হামিদুল ইসলাম গংরা ভূমিহীনদের রোপনকৃত গাছগুলো রাতের অন্ধকারে উপড়ে ফেলে এবং ভূমিহীনদের বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি-ধামকি প্রদান করার প্রতিবাদে ভুমিহীনরা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
এলাকার ভুমিহীন মোঃ মতিউর রহমান, মোস্তাফিজুর রহমান, লিটন সরকার, শহর বানু, জবেদা বেগম, ববিতা বেগম, মোঃ রুপম, মোঃ জামিনুল ইসলাম, মোঃ বেলাল ইসলাম, মোঃ জালাল হোসেন, বদরুজ্জামান বলেন, আমরা এলাকার ভুমিহীন। দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি পাওয়ার জন্য আমরা আন্দোলন করে আসছি।
উল্লেখ্য, জেলার চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়ন পরিষদের ইউপি সচিব শ্রী জগমোহন রায় স্বাক্ষরিত খাস জমি কাগজ পেয়ে পুনট্টি জনসংগঠনের সহযোগিতায় এলাকার ভুমিহীনরা উক্ত জমিতে বৃক্ষরোপন ও ভোগদখল শুরু করলে দীর্ঘদিন ধরে অবৈধ প্রভাবশালী ব্যক্তিরা ভুমিহীনদের উচ্ছেদের জন্য হুমকি ধামকি প্রদান করে আসছে। তারই প্রেক্ষিতে ভুমিহীনরা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। ভুমিহীনরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।