দিনাজপুর পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙ্গের বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ফাসিলাডাঙ্গায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শশরা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহিনুর বেগম, ইউপি সদস্য এনামুল হক, ফারুক, কমিউনিটি দলের সভাপ্রধান কামরুন নাহার, সদস্য মর্জিনা বেগম, ইয়ুথ সদস্য ইশিতা ইশি, বিমল চন্দ্র রায়। এছাড়া শশরা ইউনিয়নের কাজী, ঈমামসহ কমিউনিটি ও ইয়ুথ দলের নারী পুরুষ আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে হবে। একে অপরকে সম্মান দিতে হবে। নির্যাতনের শিকার নারীদের আয়বৃদ্ধি মুলক কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। ছেলে মেয়েরা যেন কোন অপরাধের সাথে যুক্ত না হয় তাই তাদের খোজখবর রাখা, নির্যাতনের শিকার নারীদের প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভূক্ত করা, নির্যাতনের শিকার নারীদের দক্ষতা মুলক প্রশিক্ষণ প্রদাসসহ অর্থনৈতিক কাজের সাথে সম্পৃক্ত করা, বাল্যবিবাহ বন্ধে পরিবারে আলোচনা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, সিবিও শক্তিশালী করণের লক্ষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্থায়ী ঘর নির্মানের জন্য সহযোগিতা করা হবে। আমরা অঙ্গিকার বদ্ধ হই- নারীর নির্যাতন প্রতিরোধে সকলেই একত্রে কাজ করি।
ইয়ুথ সদস্য সাব্বির এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক। এছাড়াও অনুষ্ঠানটির সার্বিক সহায়তায় ছিলেন পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম সুজন।