
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর থানার ৩নং খানপুর ইউপি ৩ নং ওয়ার্ডের অর্ন্তগত বাগলপাড়া এলাকায় ব্যবসার উদ্দেশ্যে গাঁজা সংগ্রহ করে। পরবর্তীতে, উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুন ২০২২ খ্রিঃ মধ্য রাতে ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর দুইটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মুশফিকুর রহমান এর বসতঘর এবং তথসংলগ্ন নির্মানাধীন বিল্ডিং ঘেরাও করে অভিযান পরিচালনা করে নির্মানাধীন বিল্ডিং ঘরের এক কোনে ১৪৫ কেজি গাঁজা সহ মোঃ মুশফিকুর রহমান (৩৫), সাং- বাগলপাড়া, থানা- বিরামপুর, জেলা-দিনাজপুর কে গ্রেফতার করে।
উক্ত আসামী একজন আন্তঃজেলা অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূল হোতা ও মাদক সিন্ডিকেট চক্রের লিডার হিসেবে স্থানীয় ভাবে কুখ্যাতি রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে বড় বড় চালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।