
মোঃ নুর ইসলাম ॥ ২৩ মে’ ২০২২ সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখা এবং জেলা প্রশাসন দিনাজপুর এর সহযোগিতায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা খেলা পর্যায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মোঃ মমিনুল করিম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী। দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম।