দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় কাহারোলে ২ জন এবং বিরামপুরে ১ জন নিহত হয়েছেন। দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোলে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেলর দুই আরোহী এবং দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোলের পূর্ব মল্লিকপুর কলেজের সামনে এবং সোমবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের মমতাজ ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাওয়ালদাপাড়া চাল মার্কেট এলাকার মৃত শামসাদের ছেলে শাহীন হোসেন (৩৫) ও শহরের সৈয়দপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সাহেবপাড়া এলাকার মৃত মজনু হোসেনের ছেলে শহীদ হোসেন (৩৪)।
অপরদিকে বিরামপুরে নিহত শিক্ষার্থী উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল মাগুরাপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে রোহান (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরে শহিদ ও শাহিন মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক দিয়ে সৈয়দপুর থেকে বীরগঞ্জ যাচ্ছিলেন। পথে কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে ওই মহাসড়কে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অপরদিকে, বিরামপুর থানার (ওসি) সুমন কুমার মহন্ত জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের মমতাজ ফিলিং স্টেশন এলাকায় দুর্ঘটনায় রোহান (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪