দিনাজপুরের বিরল উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তিন সদস্যের একটি ডাকাত দলকে আটক করেছে। শনিবার রাতে বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চোকের হাট হতে বিজোড়াগামী পাকা রাস্তার দক্ষিণ বিষ্ণুপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের চককাঞ্চন বাইশাপাড়া গ্রামের নুরুল হকের ছেলে আরমান আলী কবির (৩০), জাবেদ আলীর ছেলে লিয়াকত আলী (২০) এবং একই এলাকার মোকছেদ আলীর ছেলে শাকিল খান (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানার পুলিশের একটি টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে একটি ধারালো চাইনিজ কুড়ালসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা একটি ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে বিরল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪